ভোলায় প্রণোদনার চাল পেয়ে সন্তুষ্ট জেলেরা, নিষেধাজ্ঞা মেনে চলার অঙ্গীকার

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৮:১৫
ভোলায় জেলেদের মধ্যে প্রণোদনার চাল বিতরণ। ছবি : বাসস

 আল-আমিন শাহরিয়ার

ভোলা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : উপকূলীয় জেলা ভোলায় 'মা' ইলিশ ধরায় নিষেধাজ্ঞা শুরুর তৃতীয় দিনেই নিবন্ধিত জেলেরা আজ থেকে প্রণোদনার (ভিজিএফ) চাল পেতে শুরু করেছেন। জেলার সাত উপজেলার জেলেদের মাঝে একযোগে এ চাল বিতরণ করা শুরু হয়। 

জেলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে আজ সোমবার সকাল ১০ টায় প্রধান অতিথি ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। 

এসময় স্থানীয় জেলেদের সাথে তিনি মতবিনিময় করেন। জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, আগামী ৩ দিনের মধ্যে জেলার সকল উপজেলায় জেলেদের মাঝে চাল বিতরণ সম্পন্ন করা হবে। নিবন্ধিত কোনো জেলে যেন চাল পাওয়া থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর রাখবে মৎস্য বিভাগের নির্ধারিত টাস্কফোর্স।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন'সহ মৎস্যদপ্তর সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 

এদিকে ৪ অক্টোবর থেকে 'মা' ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর তৃতীয় দিনেই প্রণোদনার চাল পেয়ে সন্তুষ্ট ভোলার জেলেরা। তারা বলেন, বিগত সরকারের জমানায় আমরা সঠিকভাবে ভিজিএফ এর চাল না পাওয়ায় আটক আর জেল-জরিমানার তোয়াক্কা না করেই নদীতে নেমে ‘মা’ ইলিশ ধরতে বাধ্য হতাম। 

আজ সকালে তজুমদ্দিন উপজলার চাঁদপুর ইউনিয়নের মেঘনা পাড়ের জেলে পল্লীতে গিয়ে কথা হয় সেখানকার জেলে সালাম মাঝি, শাহে আলম, ফরিদ, নিবারন ও নিতাই লাল মাঝির সাথে। তাদের সবার মুখে একই সুর একই জবাব। তারা বলেন, আমরা বিগত ৩৫/৪০ বছর ধরে উত্তাল মেঘনায় মাছ ধরা পেশার সাথ জড়িত। কিন্তু প্রকৃত জেলে হয়েও অতীতে কখনো জেলে হিসেবে নিবন্ধনের তালিকায় নিজেদের নাম উঠাতে পারিনি। ফলে নিষেধাজ্ঞাকালীন সময়ে আমাদের ভাগ্যে সরকারি চালের একটি দানা-ও জোটতোনা। তারা আরও বলেন, বিগত স্বৈরশাসকের আমলে আমরা কখনো নিবন্ধিত জেলের স্বীকৃতি পাইনি। আমাদের সেই চাল লুটে নিতো আ'লীগ দলীয় এমপি নুরনবী চৌধুরী শাওনের চেলাচামুন্ডারা। তবে সময় ও দিনবদলের কারণে এবার আমরা প্রকৃত জেলের তালিকাভুক্ত হতে পেরেছি। আজ সরকারের প্রণোদনার চাল পেয়েছি। এজন্য আমরা সকলেই খুশি। তারা নিজেদের এমন স্বীকৃতি পাওয়ায় বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

জেলা সদরের তুলাতুলি জেলে পল্লীতে গিয়ে কথা হলে মৎস্যজীবী সুফিয়ান মাঝি, রুস্তম মাঝি, নরেন্দ্র মাঝি ও অণীল মাঝি বলেন, আমরা ভেবেছিলাম 'মা' ইলিশ ধরায় নিষেধাজ্ঞার মধ্যে চাল পাবো না, কিন্তু আমরা আজকে চাল পেয়ে খুবই আনন্দিত। তারা বলেন, আমরা সঠিক সময়ে চাল পেয়েছি। তাই আমরা ২২ দিনের নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলার অঙ্গীকার করছি। 

উল্লেখ্য, ভোলায় সরকার নিবন্ধিত জেলের সংখ্যা ১ লাখ ৭১ হাজার। তবে বেসরকারি হিসেবে এ সংখ্যা দুই লক্ষাধিক বলে দাবি এখানকার জেলে ও মৎস্যজীবী সংগঠনগুলোর। 

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বাসস'কে জানান, জেলার ৭ উপজেলায় ১ লাখ ৭১ হাজার নিবন্ধিত জেলের মধ্য ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জেলে পরিবারের জন্য ২৫ কেজি করে ৩৫৮৫.৯৫০ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। নানাবিধ কারণে অন্যসব জেলেদের বিষয়ে যাচাই-বাছাই করার পর তাদেরকেও চাল দেয়ার সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য বিভাগের এ কর্মকর্তা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শিল্পকলায় একযোগে শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী পালন মঙ্গলবার
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর
বিসিবির পরিচালক নির্বাচিত বুলবুল-ফাহিম
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই: সারজিস আলম
দেশের নীতি-নির্ধারণী পর্যায়ে নারী অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে : শ্রম উপদেষ্টা
জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
নারীর দক্ষতা ও কর্মসংস্থান উন্নয়নে হরাইজন ফেস্ট উদ্বোধন
গবেষণা, উদ্ভাবন ও শিল্পের মধ্যে আমাদের সেতুবন্ধন গড়ে তুলতে হবে: অর্থ উপদেষ্টা
সাতক্ষীরা সীমান্ত থেকে চোরাচালান পণ্য জব্দ
১০