শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে টিকাদান ক্যাম্পেইন 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৫
শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে টিকাদান ক্যাম্পেইন। ছবি: বাসস

শরীয়তপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার ও টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বক্তাগণ টাইফয়েড রোগের ভেকসিন ক্যাম্পেইন সফল করার জন্য সকলে সহযোগিতার আশ্বাস দেন।

শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৭৩ হাজার ৫৫১ জন ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ২৯ হাজার ৩০৬ জনসহ মোট ৪ লাখ ২৮ হাজার ৫৭ জনকে টিকা এ দেয়া হবে। ১২ অক্টোবর হতে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে।

জেলা তথ্য কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। 

এতে জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইস্তাম্বুলে খাদ্যে বিষক্রিয়ায় শিশুসহ ৩ পর্যটকের মৃত্যু; খালি করা হল হোটেল
আয়নাঘরে বন্দীদের নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি শনাক্ত : ফ্যাক্টওয়াচ
রাশিয়ার তেল শোধনাগারে হামলা 
হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল
মোল্লাহাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মেক্সিকোর প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে সংঘর্ষে পুলিশসহ আহত ১২০
গাজায় ফেরত আরও ১৫ ফিলিস্তিনির মরদেহ, মোট সংখ্যা ৩৩০
তৃণমূল পর্যায়ে অর্থনীতির প্রবাহ সৃষ্টি করতে হবে : আমির খসরু মাহমুদ চৌধুরী
জলবায়ু অর্থায়ন কোনো দরকষাকষির বিষয় নয়, টিকে থাকার প্রশ্ন : ফরিদা আখতার
ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি
১০