শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে টিকাদান ক্যাম্পেইন 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৫
শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে টিকাদান ক্যাম্পেইন। ছবি: বাসস

শরীয়তপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার ও টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বক্তাগণ টাইফয়েড রোগের ভেকসিন ক্যাম্পেইন সফল করার জন্য সকলে সহযোগিতার আশ্বাস দেন।

শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৭৩ হাজার ৫৫১ জন ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ২৯ হাজার ৩০৬ জনসহ মোট ৪ লাখ ২৮ হাজার ৫৭ জনকে টিকা এ দেয়া হবে। ১২ অক্টোবর হতে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে।

জেলা তথ্য কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। 

এতে জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০