শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে টিকাদান ক্যাম্পেইন 

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৫
শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে টিকাদান ক্যাম্পেইন। ছবি: বাসস

শরীয়তপুর, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার ও টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ও জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শরীয়তপুরে সাংবাদিকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

বক্তাগণ টাইফয়েড রোগের ভেকসিন ক্যাম্পেইন সফল করার জন্য সকলে সহযোগিতার আশ্বাস দেন।

শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৭৩ হাজার ৫৫১ জন ও বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ২৯ হাজার ৩০৬ জনসহ মোট ৪ লাখ ২৮ হাজার ৫৭ জনকে টিকা এ দেয়া হবে। ১২ অক্টোবর হতে শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত এই টিকা প্রদান করা হবে।

জেলা তথ্য কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক তাহসিনা বেগম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফুজ্জামান, সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মুমেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইমরুল হাসান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। 

এতে জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলার ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরাইল
সিলেট বিভাগে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের তুরস্ক সফর
প্রবীণদের আত্মনির্ভরশীল জীবনের সুযোগ তৈরিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
গ্যাসের সুষম মূল্য নিশ্চিত করা হবে : বিইআরসি
১০