শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে-জেলা প্রশাসক

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৫
ছবি: বাসস

সুনামগঞ্জ, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন- শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের যত্ন সহকারে লালন পালন করতে হবে। তাদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের সাথে ভালো আচরণ, সুন্দর ও সাবলীল ভাষায় কথা বলতে হবে। 

তাহলেই শিশুদের মেধা বিকশিত হবে। 

সুনামগঞ্জ জেলা প্রশাসন ও সুনামগঞ্জ শিশু একাডেমি যৌথ আয়োজনে গতকাল সোমবার সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ”এ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসব কথা বলেন জেলা প্রশাসক। 

তিনি আরো বলেন, আজকাল অনেক পরিবারের অভিভাবকরা তাদের অবুঝ সন্তানদের সাথে এন্ড্রয়েড মোবাইল ফোনে আসক্ত করে টিকটকে মনোনিবেশের পাশাপাশি ফেইসবুকে আইডি খুলে দেয়ারও সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন। যার কারণে নতুন প্রজন্মের শিশুরা লেখাপড়া ও খেলাধুলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছে। 

এসব কালচার থেকে অভিভাবকদের বেরিয়ে আসতে হবে।

স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপাড়ার মাধ্যমে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিতের পাশাপাশি আর্দশ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও পরিবারের সদস্যদের কাজ করতে হবে। আগামীর নতুন দেশ গঠনেও এইসব শিশুরাই নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপস শীলের সভাপতিত্বে ও ইসলামি রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার তোফায়েল আহামেদ বলেন, পরিবারেই শিশুর বেড়ে ওঠা। তাই আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে পরিবার থেকেই শিক্ষা নিতে হবে শিশুদের।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য দেন, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার আপস চিমিম, আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ।  পরে শিশু শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলার ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরাইল
সিলেট বিভাগে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
১০