সিলেট নগরে ব্যাটারি রিকশার বদলে আসছে পরিবেশবান্ধব পরিবহন : এসএমপি কমিশনার

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:৪৪
ছবি : বাসস

সিলেট, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): সিলেট মহানগরীর যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে পরিবেশবান্ধব নতুন পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।

আজ সোমবার সিলেটে চতুর্থ এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। তিনি জানান, ইতোমধ্যে পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা চালুর বিষয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, “ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনাপ্রবণ, লিড ব্যাটারি অতিরিক্ত বিদ্যুৎ খরচ করে। তাই টেকসই একটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা চলছে। আশা করছি, কয়েক দিনের মধ্যেই সুখবর দিতে পারবো।”

তিনি আরও বলেন, “মানবিক দিকটিও বিবেচনায় নিতে হবে। এই রিকশাগুলোর পেছনে একটি পরিবার রয়েছে। আমাদের কার্যক্রমে তাদের কী ক্ষতি হচ্ছে, সেটাও ভাবতে হবে। আমরা রিকশাচালকদের জন্য কী করেছি, তাদের কর্মসংস্থানের জন্য কী উদ্যোগ নিয়েছি- এগুলো গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, “আমরা চিন্তা করছি কীভাবে পরিবেশবান্ধব পরিবহন চালু করা যায়, কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং একটি সুন্দর, স্মার্ট, আধুনিক শহর গড়ে তোলা যায়।”

সিলেটে প্রথমবারের মতো শুরু হওয়া এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। 

নগরের সুবিদবাজারস্থ খান প্যালেস কনভেনশন সেন্টারে আয়োজিত এ মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরানসহ দেশি-বিদেশি শতাধিক স্টল রয়েছে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। 

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠান মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া এবং পরিচালনা করেন জান্নাতুল নাজনীন আশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা এবং ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডিএমপি হেডকোয়ার্টার্সে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত
সাবেক সিপিএ চেয়ারম্যান কেরানীগঞ্জ কারাগারে বন্দি আছেন
বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-ভারত ম্যাচ
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতার মৃত্যু
দুর্নীতি, অনিয়ম ও হয়রানির অভিযোগে দুই জেলায় দুদকের অভিযান
রাজবাড়ি ও উপাধি নিয়ে চাপের মুখে ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু
নির্বাচনের প্রস্তুতি: সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির মতবিনিময় বৃহস্পতিবার
চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালানো আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব
চীনের বিরল খনিজ রপ্তানি নিয়ে চুক্তির ইঙ্গিত দিলেন মার্কিন অর্থমন্ত্রী
জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন ছাড়া আমাদের কোনো উপায় নেই : আখতার হোসেন
১০