নওগাঁয় ২ কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমে পরিস্কার করায় সচল হলো পানি নিষ্কাশন 

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৪২
ছবি : বাসস

নওগাঁ, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের তারতা ব্রিজ থেকে নলগড়া পাহাড়পুর ব্রিজ পর্যন্ত ২ কিলোমিটার খালের জলাবদ্ধতা নিরসনে স্বেচ্ছাশ্রমে খাল পরিস্কার করলেন কৃষকেরা। এতে পানি নিষ্কাশন আবারও সচল হয়েছে। আর অবসান হবে দীর্ঘ দিনের ভোগান্তি। সুবিধা পাবে প্রান্তিক কৃষকেরা।

আজ বুধবার সকালে এ খাল পরিস্কার কার্যক্রমের উদ্বোধন করেন বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।

সদর উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুনের নেতৃত্বে উপজেলার বক্তারপুর ইউনিয়নের তারতা ব্রিজ থেকে নলগড়া পাহাড়পুর ব্রিজ পর্যন্ত ২ কিলোমিটার খাল পরিস্কারে অংশ নেয় অর্ধশতাধিক মানুষ। 

স্থানীয় কৃষকরা জানান, তারতা ব্রিজ থেকে নলগড়া পাহাড়পুর ব্রিজ পর্যন্ত খালটির দৈর্ঘ্য ২ কিলোমিটার। কচুরিপানা আর আগাছার কারণে খালটির পানি নিষ্কাশন বন্ধ হয়ে যায়। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে সামান্য বৃষ্টির পানিতেই ফসলি মাঠ তলিয়ে যায়। চলতি আমন মৌসুমে কয়েকদিন আগে প্রচুর বৃষ্টিপাতের কারনে পানি নিষ্কাশন না হওয়ায় ফসলি মাঠ তলিয়ে যায়। এতে করে ক্ষতির মুখে পড়েন তারা। একারণে আবাদি জমির জলাবদ্ধতা নিরসনে স্থানীয়রা কৃষকদলে উদ্যোগে খাল পরিস্কারে নামেন তারা।

কৃষক বাচ্চু হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এই খালের আগাছা পরিস্কার হয় না। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে ফসলি মাঠ তলিয়ে যায়। তাই নিজেরাই খাল পরিস্কার শুরু করেছি।

কৃষক রফিকুল ও ইন্দ্রিস আলী বলেন, এই মাঠে হাজার হাজার বিঘা জমিতে চাষাবাদ করে কৃষকরা। অবহেলিত সেচখালটি কচুরিপানা আর আগাছায় পরিপূর্ণ। কেউ কোন পদক্ষেপ নেয়না। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসল তলিয়ে যায়। আবার খরার সময় ঠিক মতো পানি থাকেনা। তাই আমরা চাই খালটি খনন করে সচল করা হোক। খালটি সচল হলে হাজার হাজার বিঘা জমির ফসল জলাবদ্ধতা থেকে যেমন রক্ষা পাবে তেমনই জমিতে সেচ দেওয়া সহজ হবে।

সদর উপজেলা কৃষকদলের সভাপতি আল মামুন বলেন, জলাবদ্ধতা থেকে কৃষকদের রক্ষায় খালের পানি নিষ্কাশন ও পরিবেশ রক্ষায় খাল পরিস্কারের উদ্যোগ নিয়েছি। এতে আমার কৃষকদলের নেতাকর্মী, স্থানীয় কৃষকরা ও বিএনপির অনেক নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রমে অংশ নেয়। আশা করি খালটি পরিস্কারের মাধ্যমে ফসল রক্ষা পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
আইএমএফ আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইলে আটক হওয়ায় রিজভীর উদ্বেগ 
পুলিশের জন্য ৪১৮টি যানবাহন কেনা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা 
১০