কুড়িগ্রাম ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেছেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার 

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৮:৫১
কুড়িগ্রাম ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেছেন বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। ছবি: বাসস

কুড়িগ্রাম, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বিচারপতি শশাঙ্ক শেখর সরকার আজ বুধবার কুড়িগ্রাম ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি পরিদর্শন করেন। 

কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার অধস্তন আদালতসমূহ পরিদর্শনের অংশ হিসেবে তিনি এ পরিদর্শন করেন।

সকালে বিচারপতি আদালত প্রাঙ্গণে উপস্থিত হলে বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামছুল আরেফীনের নেতৃত্বে অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ বিচারপতি মহোদয়কে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানান। 

এরপর বিচারপতি আদালতের সম্মুখ প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন। 

বৃক্ষ রোপন শেষে তিনি আদালতের সকল কর্মচারী এবং পুলিশ প্রশাসনের সকল সিএসআই ও জিআরওগণের সঙ্গে পরিচিত হন। 

পরে কুড়িগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসিতে নবনির্মিত ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন-সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক (জেলা জজ) রিপতি কুমার বিশ্বাসসহ সকল বিচারক।

বিচারপতি শশাঙ্ক শেখর সরকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে উক্ত লার্নিং সেন্টার থেকে দক্ষ কর্মচারী তৈরির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। 

লার্নিং সেন্টার উদ্বোধন শেষে তিনি অত্র আদালতের তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন করে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় বিচারকদের সঙ্গে মতবিনিময় করেন। 

মতবিনিময় শেষে তিনি সকল আদালত পরিদর্শন করেন এবং পরিদর্শন নোট গ্রহণ করেন। 

পরিদর্শন শেষে বিচারপতি আদালতের পরিদর্শন বইতে তার অনুভূতি প্রকাশ করে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এসব তথ্য নিশ্চিত করেন নেজারত বিভাগের ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট লিটন চন্দ্র রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে ১৪.৬ শতাংশ প্রবৃদ্ধি
বেসরকারি টিভি চ্যানেলসমূহের আচরণবিধি জনসম্মুখে প্রকাশ করতে তথ্য উপদেষ্টার আহ্বান
‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এক্সপো’ শুরু বৃহস্পতিবার
খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম
আইএমএফ আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
আলোকচিত্রী শহিদুল আলম ইসরাইলে আটক হওয়ায় রিজভীর উদ্বেগ 
পুলিশের জন্য ৪১৮টি যানবাহন কেনা হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা 
১০