সাতক্ষীরা, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে জেলার সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
সাতক্ষীরা সদর ও কলারোয়া থানার তলুইগাছা, ভোমরা, কুশখালী, কালিয়ানী, বৈকারী, কাকডাঙ্গা ও চান্দুড়িয়া বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ দিনভর এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপি’র অভিযানিক দল সাতক্ষীরা থানার তেতুলবাড়ি নামক স্থান থেকে ২০ বোতল ভারতীয় মদ এবং চৌরঙ্গী থেকে ভারতীয় আগরবাতি জব্দ করে।
এছাড়া, কাকডাঙ্গা বিওপি’র অভিযানিক দল কলারোয়া থানার ভাদিয়ালী নামক স্থান থেকে, ভোমরা বিওপি’র বিশেষ অভিযানিক দল সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ি নামক স্থান হতে, কালিয়ানী বিওপি’র বিশেষ অভিযানিক দল কালিয়ানী নামক স্থান হতে, বৈকারী বিওপি’র বিশেষ অভিযানিক দল নতুনপাড়া নামক স্থান হতে ও চান্দুড়িয়া বিওপি’র বিশেষ অভিযানিক দল কলারোয়া থানার বরই বাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং কুশখালী বিওপি’র বিশেষ অভিযানিক দল শ্মশান নামক স্থান থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৮ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টম্সে জমা দেওয়া হয়েছে।
তিনি আরো জানান, এছাড়া জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে।