কুমিল্লা (দক্ষিণ), ৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের জন্য আয়োজিত ১৮৫-তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বুধবার বিকালে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) আবদুল্লাহ আল মামুন, যুগ্ম-পরিচালক (গবেষণা) ড. বেনজির আহমেদ, যুগ্ম-পরিচালক (প্রশিক্ষণ) আযমা মাহমুদা, উপ-পরিচালক রাখি নন্দী প্রমুখ।
এ প্রশিক্ষণ কোর্সে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ৫০ জন কর্মকর্তা অংশগ্রহন করেন। কোর্সে সার্বিক ফলাফলের ভিত্তিতে ‘ডিজি অ্যাওয়ার্ড’ লাভ করেন ডা. ফাতেমা তুজ জোহরা।