কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-মালদ্বীপ

বাসস
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯:৪১
ছবি : সংগৃহীত

মালে, ৮ অক্টোবর, ২০২৫ (বাসস): দক্ষ মানবসম্পদ উন্নয়ন ও জ্ঞান বিনিময় জোরদারের লক্ষ্যে বাংলাদেশ ও মালদ্বীপ বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষায় সহযোগিতা বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার মালদ্বীপের মালেতে ‘ভোকেশনাল জার্নি ইন ফ্রেমস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

আজ এক বার্তায় জানানো হয়, মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহাম্মদ লতিফ এ প্রদর্শনীর উদ্বোধন করেন। দেশটির বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার ৫০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। 

প্রদর্শনীতে গত ৫০ বছরে মালদ্বীপের কর্মশক্তি গড়ে তোলার গুরুত্বপূর্ণ মাইলফলক, সংস্কার ও সফলতাকে প্রতিফলিত করে এমন ছবি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে হাইকমিশনার ড. নাজমুল ইসলাম দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রে গত পাঁচ দশকে মালদ্বীপের অর্জনকে সাধুবাদ জানান এবং এ খাতে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সহযোগিতার সম্ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নে দুই দেশ অভিন্ন লক্ষ্য লালন করে। বৃত্তিমূলক শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা মালদ্বীপের উদ্ভাবনী ও কর্মঠ জনশক্তি গড়ে তোলার ভিশনে সহযোগিতা করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার মালদ্বীপের কর্মকর্তাদের সঙ্গে বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষক বিনিময় এবং দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন মন্ত্রী আলী হায়দার, ধিভেহী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য মন্ত্রী আদম নাসির ইব্রাহিম, শ্রীলঙ্কার হাইকমিশনার মোহাম্মদ রিজভী হাসান এবং অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার অ্যান্ড্রু হজেস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেরোবি’তে গবেষণা প্রস্তাবনা লিখন ও অনুদানবিষয়ক কর্মশালা 
জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
প্রত্যাবর্তন ম্যাচে ব্যর্থ বাবর, হারল পাকিস্তান
মতিঝিল-কমলাপুর অংশে ইলেকট্রো-মেকানিক্যাল কাজে ১৮৫ কোটি টাকা সাশ্রয়
চট্টগ্রামে যুবদলকর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৮
সারাদেশে ভিক্ষাবৃত্তি বন্ধে সমাজসেবা কার্যালয় কাজ করছে : ধর্ম উপদেষ্টা
দিনাজপুরে হাবিপ্রবি’তে ভর্তি পরীক্ষা আগামী ২৬-২৮ জানুয়ারি 
সাতক্ষীরায় মেধাবী রত্নার পাশে দাঁড়ালেন ছাত্রদলের শাহিন
সিঙ্গাপুরে সাপ্লাই চেইন ফাইন্যান্স সম্মেলনে অংশ নিয়েছে আইসিসিবি প্রতিনিধিদল
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
১০