বাগেরহাট, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাগেরহাটে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্স (২য় ব্যাচ) শুরু হয়েছে।
বাগেরহাট পুলিশ লাইন্সে আজ শনিবার সকালে প্রশিক্ষণের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকালে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের ভোটাধিকার সুরক্ষার কাজ করতে হবে। সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির এই প্রশিক্ষণ পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে সহায়ক ভূমিকা রাখবে।
জানা গেছে, প্রশিক্ষণ কোর্সে কন্সটেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদার সদস্যরা অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীরা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটাধিকার সংরক্ষণ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে বাস্তব দিক নির্দেশনা ও ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো. আবু রাসেলসহ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।