মুন্সীগঞ্জে ইলিশ সংরক্ষণ অভিযানকালে চারব্যক্তির কারাদন্ড

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৮:৫৬

মুন্সীগঞ্জ, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় লৌহজং উপজেলায় আজ পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষন অভিযানকালে চারব্যক্তির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

অন্যদিকে, পৃথক অভিযানকালে মোট পাঁচলাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার ভোরে জেলার লৌহজং উপজেলায় পদ্মা নদীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এ অভিযান পরিচালনা করেন। 

দন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- জসিম মাদবরের পুত্র আব্দুল হাকিম (১৯), হাশেম বেপারীর পুত্র ইউনুস (২৭), মজিদ খাঁর পুত্র মো. শাহীন (৪৫) এবং  ইসমাইল বেপারীর পুত্র তারা মিয়া (৩০)। তারা সবাই মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা। 

শনিবার ভোরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিষ্ট্রেট মাসুদ পারভেজের নেতৃত্বে লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরার অপরাধে ইউনুস, শাহীন, তারা মিয়া ও আব্দুল হাকীম নামের চারব্যক্তিকে গ্রেফতার করা হয়। একই সাথে চারলাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ এবং ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।পরে ভ্রাম্যমান আদালত গ্রেফতারকৃতদের ১৫ দিনের করাদন্ড প্রদান করে এবং জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করে। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসায় পাঠানো হয়েছে।

এদিকে, শনিবার ভোররাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করীমের নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে বিভিন্ন স্থানে মা ইলিশ সংরক্ষন অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় আনুমানিক একলাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় দেওয়া হয় এবং জব্দ করা জাল পুরিয়ে বিনষ্ট করা হয়। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০