ঢাকা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশ বরেণ্য কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
আজ বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এসময় একাডেমির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন)।
গতকাল ১০ অক্টোবর শুক্রবার, বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মনজুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।