সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:০৭
সীমান্তে ভারতীয় মালামাল জব্দ। ছবি : বাসস

সাতক্ষীরা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় আজ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী অভিযানকালে শাড়ি ও ওষুধ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার তলুইগাছা, হিজলদী, মাদরা, বৈকারী, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প, সুলতানপুর ও চান্দুড়িয়া বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি হতে ভারতীয় ওষুধ ও শাড়ি এবং হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী পোষ্ট নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া মাদরা বিওপির এর আভিযানিক দল কলারোয়া উপজেলার আমবাগান নামক স্থান হতে, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল গোবিন্দকাঠি মাঠ নামক স্থান হতে, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল কাপালিপাড়া নামক স্থান হতে, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী নামক স্থান হতে এবং চান্দুড়িয়া বিওপির বিশেষ আভিযানিক দল গোয়ালপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ছয়লাখ ৬০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
গাজা সফর করলেন মার্কিন শীর্ষ সামরিক কমান্ডার
মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান : ১৯ কোটি টাকার মালামাল জব্দ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৮৩
জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে আলোচনা : ইউক্রেনের রাষ্ট্রপতি
ইসরাইলি বাহিনী আমাকে মানসিক নির্যাতন করেছে : শহিদুল আলম
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
১০