অনলাইন জুয়ার শীর্ষ এজেন্ট লিপু সহযোগীসহ সাতক্ষীরায় গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ১৯:১০

সাতক্ষীরা, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : দেশের অনলাইন জুয়া চক্রের অন্যতম শীর্ষ এজেন্ট মুর্শিদ আলম লিপু (৩২) ও তার সহযোগী মুছাঈদ আলম ওরফে ক্যামেলকে (৩০) সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার খড়িবিলা মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনার কাজে ব্যবহৃত ১৬টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ এবং বিভিন্ন ডিজিটাল উপকরণ জব্দ করা হয়। 

আজ শনিবার দুপুরে সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মুর্শিদ আলম লিপু মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে। মুছাঈদ আলম মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া এলাকার মাসুদুল আলমের ছেলে।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ডিবি ও সদর থানার যৌথ দল খানপুর থেকে বাইপাসগামী খড়িবিলা মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় সন্দেহভাজন একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। তাদের পরিচালনায় দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় ছিল একাধিক জুয়ার প্লাটর্ফম।

গ্রেপ্তারকৃত মুর্শিদ আলম লিপুর নামে এর আগেও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। ২০২১ সালের ১৪ নভেম্বর ঢাকার পল্টন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের হয় (যার এফআইআর নং-৩৭/৫৭৩)।

পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম আরও জানান, লিপু ও তার সহযোগীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দ করা মোবাইল ও ল্যাপটপগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে, যাতে অনলাইন জুয়ার অর্থ লেনদেন ও সংশ্লিষ্ট নেটওয়ার্ক চিহ্নিত করা যায়। 

তিনি বলেন, দেশব্যাপী অনলাইন জুয়া ও ডিজিটাল প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকাতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম বিভাগ সূত্রে জানা গেছে, দেশের শীর্ষ ১৯ জন অনলাইন জুয়া এজেন্টের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান চলছে যাদের মধ্যে মুর্শিদ আলম লিপুর নাম শীর্ষে রয়েছে। সিআইডি ২০২১ সালে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে যাদের মধ্যে লিপুও ছিলেন। সে সময়ই প্রথমবার জনসম্মুখে আসে বাংলাদেশের অনলাইন জুয়ার ভয়াবহ চিত্র এবং এর পেছনের আন্তর্জাতিক নেটওয়ার্কের তথ্য।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
ট্রাফিক আইন লঙ্ঘনে দুইদিনে ডিএমপির ২,৫৮৬ মামলা 
সরকার সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি সমান শ্রদ্ধাশীল : পার্বত্য উপদেষ্টা 
গাজা সফর করলেন মার্কিন শীর্ষ সামরিক কমান্ডার
মা ইলিশ সংরক্ষণে নৌবাহিনীর অভিযান : ১৯ কোটি টাকার মালামাল জব্দ
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৮৩
জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে আলোচনা : ইউক্রেনের রাষ্ট্রপতি
ইসরাইলি বাহিনী আমাকে মানসিক নির্যাতন করেছে : শহিদুল আলম
মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জাকসু’র সেমিনার অনুষ্ঠিত
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লায় কর্মীসভা ও গণসংযোগ
১০