চট্টগ্রাম, ১১ অক্টোবর, ২০২৫ (বাসস) : নগরীর গুল-এজার বেগম সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সভা ও প্রশিক্ষণ সেশনের মাধ্যমে আগামীকাল চট্টগ্রামে শুরু হবে স্তন ক্যানসার সচেতনতা কর্মসূচি।
আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় এ সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
ডা. সাকেরা আহমেদের নেতৃত্বে সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার বিশিষ্ট শল্যচিকিৎসকগণ এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন।
দুপুর দেড়টায় সিএসসিআর-এর অপারেশন থিয়েটারে অধ্যাপক ডা. খন্দকার এ. কে. আজাদ, ডা. নাজমা মাহবুব এবং ডা. সায়রা বানু শিউলী সম্পূর্ণ বিনামূল্যে স্তন ক্যানসার রোগীর অপারেশন কার্যক্রম শুরু করবেন।
মেয়রের সুপারিশে শুরু হওয়া বিনামূল্যে অস্ত্রোপচারের উদ্যোগটি অক্টোবর মাসজুড়ে চলবে।
গত ১ অক্টোবর চট্টগ্রামে মাসব্যাপী স্তন ক্যানসার সচেতনতামূলক প্রচারণা শুরু হয়েছে। প্রচারের অংশ হিসেবে প্রবর্তক মোড়ে অবস্থিত সেন্টার ফর স্পেশালাইজড কেয়ার অ্যান্ড রিসার্চ (সিএসসিআর)-এ প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে স্তন ক্যানসার স্ক্রিনিং এবং কাউন্সেলিং পরিষেবা দেওয়া হচ্ছে।
নিবন্ধিত রোগীরা প্রয়োজনীয় পরীক্ষায় ৫০ শতাংশ ছাড় পাবেন। এছাড়াও, সিএসসিআর ১০ জন স্তন ক্যানসার রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেবে।
সিএসসিআর, পিজিএস একাডেমিয়া এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন যৌথভাবে এ জনসচেতনতা ও চিকিৎসার কার্যক্রম বাস্তবায়ন করছে।