শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ

বাসস
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ২০:১০
ছবি : বাসস

শেরপুর, ১১ অক্টোবর ২০২৫ (বাসস) : জেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেল ৫টায় শেরপুর পৌর শহরের নাগপাড়া মহল্লায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি মো. শফিকুল ইসলাম মাসুদ।

শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মো. আবু সামা'র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু রায়হান রুপন, যুগ্ম-আহ্বায়ক কামরুল হাসান, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন রন্জু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ শওকত হোসেন, তাঁতীদলের আহ্বায়ক লালন মোল্লা, জেলা মহিলা দলের সহ-সভাপতি পারভীন আক্তার প্রমুখ। 

এসময় জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম বিএসসি, সাবেক সহ-সভাপতি এডভোকেট মুখলেছুর রহমান জীবন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুমাইয়া আলম, সাংগঠনিক সম্পাদক রসিদা ইয়াসমিন কুসুম, শহর মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম পাপড়ী সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও নারী কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
বাংলাদেশকে ১৯১ রানের টার্গেট দিল আফগানিস্তান
তখন তো জানতাম না আমাকের বর্ডার ক্রস করানো হচ্ছে : সালাহউদ্দিন আহমদ 
অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার : নৌ-পরিবহন উপদেষ্টা
১০