রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪১
টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়। ছবি : বাসস

রাজবাড়ী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রোববার রাজবাড়ী শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসালাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল হান্নান শেখ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সোহেল শেখ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবীবুর রহমান, জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, রাজবাড়ী আর সে কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ ।

সিভিল সার্জন জানান, রাজবাড়ীতে ৩ লাখ ১১ হাজার ৭২১ জন শিশুকে প্রাথমিক ভাবে এই কোর্সের আওতায় আনা হয়েছে। এর বাইরেও যারা থাকবে তাদেরকেও টিকা দেয়া হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সায়মা হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আব্দুর রহমান প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০