রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৪১
টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়। ছবি : বাসস

রাজবাড়ী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রোববার রাজবাড়ী শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসালাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল হান্নান শেখ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সোহেল শেখ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবীবুর রহমান, জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, রাজবাড়ী আর সে কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ ।

সিভিল সার্জন জানান, রাজবাড়ীতে ৩ লাখ ১১ হাজার ৭২১ জন শিশুকে প্রাথমিক ভাবে এই কোর্সের আওতায় আনা হয়েছে। এর বাইরেও যারা থাকবে তাদেরকেও টিকা দেয়া হবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সায়মা হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আব্দুর রহমান প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০