রাজবাড়ী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আজ টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রোববার রাজবাড়ী শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসালাম, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল হান্নান শেখ, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. সোহেল শেখ, জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাবীবুর রহমান, জেলা স্কুলের প্রধান শিক্ষক মো. মোফাজ্জল হোসেন, রাজবাড়ী আর সে কে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টাইফয়েড একটি ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ রোগ প্রতিরোধে টিকাদানই সবচেয়ে কার্যকর ও নিরাপদ ।
সিভিল সার্জন জানান, রাজবাড়ীতে ৩ লাখ ১১ হাজার ৭২১ জন শিশুকে প্রাথমিক ভাবে এই কোর্সের আওতায় আনা হয়েছে। এর বাইরেও যারা থাকবে তাদেরকেও টিকা দেয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা সায়মা হক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আব্দুর রহমান প্রমুখ।