সিরাজগঞ্জে টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু 

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৬:৫৮
সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু । ছবি : বাসস

সিরাজগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘জীবিকার চেয়ে জীবন বড়, শিশুর টিকা নিশ্চিত করো’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ রোববার সকালে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে এ ক্যাম্পেইন শুরু হয়। ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মো. নুরুল আমীন।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সেনা ক্যাম্পের মেজর মামুন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা. মো. আব্দুল লতিফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. ফারুক আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান প্রমুখ।  

এবার জেলায় ১০ লাখ ৩৯ হাজার ৯৮৩ শিশুকে টিকা প্রদানের টার্গেট করা হয়েছে। ক্যাম্পেইন আজ থেকে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ করে টাইফয়েড টিকা প্রদান করা হচ্ছে।


 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০