পিরোজপুর দুই জেলেকে এক মাসের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৭:১০

পিরোজপুর, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কাউখালী উপজেলার কচাঁ নদী ও সন্ধ্যা নদীর মোহনায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার জাল জব্দ ও দুই জেলেকে আটক করা হয়।

আজ রোববার ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করায় ভ্রাম্যমাণ আদালতে ওই দুই জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

সাজাপ্রাপ্তরা হলেন, পলাশ হাওলাদার (৪৫) ও আব্দুল আউয়াল (২৭)। পলাশ উপজেলার সুবিদপুর গ্রামের আমির আলীর ছেলে ও আউয়াল একই গ্রামের ইয়াছিন হাওলাদারের ছেলে।

মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা অমান্য করে অসাধু জেলেরা মাছ শিকার করছিল। এ সময় দুই জেলেকে জালসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়েছে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বজল মোল্লা বলেন, দুই জেলে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করার অপরাধে তাদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০