গাজীপুর, ১২ অক্টোবর ২০২৫ (বাসস): জেলায় আজ গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার সকালে টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের সভাপতি ডা. সাইদুর ইসলাম সেলিম- এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মুশফিকা হাসনিন চৌধুরী, প্রধান নগর পরিকল্পনাবিদ ড. সায়েকা বিনতে আলম, সারভিলেন্স এন্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিস (বিশ্বস্বাস্থ্য সংস্থা) ডা. মাহবুবা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।