সুনামগঞ্জ, ১২ অক্টোবর, ২০২৫ ( বাসস) : জেলায় আজ টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা.জসিম উদ্দিন।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা.জশবন্ত ভট্টাচার্য।
সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলার ১২টি উপজেলায় ৬ লাখ ৯৯ হাজার ৬৮৭ জন শিশুকে দেয়া হবে টাইফডের ভ্যাকসিন। এর মধ্যে প্লে,নার্সারি তেকে নবম শ্রেনি পর্যন্ত ছাত্র-ছাত্রী রয়েছে ৪ লাখ ৬৩ হাজার ২৬৮ জন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীগণ, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর উপজেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু রয়েছে ৬৫ হাজার ৮০৫ জন। শন্তিগঞ্জ উপজেলায় ৫৩ হাজার ৭১৩ জন শিশু। ছাতক উপজেলায় ৯৬ হাজার ৬০ শিশু। দোয়ারাবাজার উপজেলায় ৬৭ হাজার ৩৭৬ জন শিশু। বিশ্বম্ভরপুর উপজেলায় ৫৩ হাজার ৬৫৮ জন শিশু রয়েছে। তাহিরপুর উপজেলায় ৫৬ হাজার ২৯৬ জন শিশু রয়েছে। জামালগঞ্জ উপজেলায় ৫৩ হাজার ৫০৩ জন শিশু রয়েছে। ধর্মপাশা উপজেলায় ৬২ হাজার ২৯৯ জন শিশু। দিরাই উপজেলায় ৭১ হাজার ২৯৬ জন শিশু রয়েছে। শাল্লা উপজেলায় ৩৩ হাজার ১৪৫ জন শিশু রয়েছে। জগন্নাথপুর উপজেলায় ৬৪ হাজার ২৯৯ জন শিশু রয়েছে। সুনামগঞ্জ পৌরসভায় ৯ মাস থেকে ১৫ বছর বয়াসী শিশু হচ্ছে, ২২ হাজার ২৩৭ জন।