সিলেটে টাইফয়েড টিকা ক্যাম্পেইন উদ্বোধন

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:২৪
সিলেটে আজ টাইফয়েড টিকা ক্যাম্পেইন উদ্বোধন। ছবি : বাসস

সিলেট, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেটে মাসব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। 

আজ রোববার সকালে নগরের ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজে ক্যাম্পেইন উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী।

এই কর্মসূচির মধ্য দিয়ে সিলেটে বিভাগীয় পর্যায়ে মাসব্যাপী টাইফয়েডের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয় আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে খান মো. রেজা-উন-নবী বলেন, সরকার প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। লক্ষ্য রাখতে হবে যাতে একটি শিশুও এই কর্মসূচি থেকে বাদ না পড়ে।

স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য) এ টি এম সাইফুল ইসলাম, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পিএইচসি), ডা. সৈয়দ কামরুল হাসান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান, পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, ইউনিসেফ সিলেট ফিল্ড অফিসের প্রধান কাজী দিল আফরোজা ইসলাম প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথির উপস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা দুজন শিশুকে টাইফয়েডের টিকা প্রদান করেন।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ সিলেটের পরিচালক ডা. মো. আনিসুর রহমান জানান, সিলেট বিভাগে প্রায় ৩০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর সিলেট জেলায় টিকা দেওয়া হবে ৮ লাখ ৫৩ হাজার ৯৮০ জন শিশুকে।

এদিকে সকাল ১১টার দিকে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এই কর্মসূচি উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

সিটি করপোরেশন পর্যায়ে টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, একটি গবেষণায় দেখা গেছে ২০২১ সালে বাংলাদেশে টাইফয়েডে আক্রান্ত হয়ে ৮ হাজার মানুষের মৃত্যু হয় যার ৭০ শতাংশ শিশু। এ কারণে আমাদের শিশুরা পুরোপুরি নিরাপদ নয়। আমরা যদি ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশুকে টিকা দিতে পারি তাহলে টাইফয়েডের মতো ভয়ঙ্কর রোগ থেকে তারা সুরক্ষিত থাকবে। তাই এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে হবে। মিথ্যা তথ্য ও গুজবে বিশ্বাস না করে প্রতিটি শিশুকে টিকা দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে। উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার সিলেট বিভাগীয় সমন্বয়কারী ডা. খালিদ বিন লুৎফর ও অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপি বেগম। অনুষ্ঠান পরিচালনা করেন স্বাস্থ্য বিভাগীয় পরিচালকের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এনি দে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
শিশু অধিকার ও টেকসই উন্নয়নে ইউনিসেফ ও আইসিসিবির যৌথ সংলাপ অনুষ্ঠিত
১০