কুয়াকাটায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা নির্মাণ করায় জরিমানা

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:২৭
পটুয়াখালী, কুয়াকাটায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা নির্মাণ করায় জরিমানা। ছবি : বাসস

পটুয়াখালী, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): জেলার কুয়াকাটায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা নির্মাণ ও গবাদিপশু বিচরণের অভিযোগে জরিমানা করা হয়েছে।

আজ রোববার বন আইনে তিনটি পৃথক মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এসব মামলা দায়ের ও জরিমানা আদায় করে বন বিভাগ কর্তৃপক্ষ।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত বছর মহিপুর রেঞ্জ ও কুয়াকাটা পৌরসভার যৌথ উদ্যোগে সংরক্ষিত বনে লক্ষাধিক বৃক্ষ রোপণ করা হয়। কিন্তু সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি বনের ভেতরে অবৈধভাবে স্থাপনা নির্মাণ ও গবাদিপশু চারণ করিয়ে বিপুল সংখ্যক চারাগাছের ক্ষতি করছে। এ বিষয়ে মহিপুর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম. মনিরুজ্জামান বলেন, বনের গাছ নষ্ট করা কিংবা অবৈধভাবে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ দেওয়া হবে না। বনভূমি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় আমাদের অভিযান নিয়মিতভাবে চলবে।

স্থানীয় সচেতন মহল বন বিভাগের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, বনের গাছ রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

এদিকে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, পরিবেশ, বন ও প্রকৃতি রক্ষায় আমরা সার্বক্ষণিকভাবে কাজ করছি। এসব বন ধ্বংসকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা অব্যাহত থাকবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০