শেবাচিমে ইন্টার্নি চিকিৎসকদের পদায়নে দৃষ্টান্ত স্থাপন করলেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:২৯
ছবি : সংগৃহীত

বরিশাল, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস): বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যের দূর করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর।

শনিবার সকালে হাসপাতাল অডিটোরিয়ামে এই উদাহরণ সৃষ্টি করেছেন তিনি বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে এই প্রথম লটারির মাধ্যমে নব যোগদানকৃত ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন করার মাধ্যমে এই দৃষ্টান্ত স্থাপন করলেন।

ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সচেতন মহল। অনেকেই বলছেন এরকমের ঘটনা এর আগে শেবাচিম হাসপাতালে ঘটেনি। সব আমলেই ক্ষমতার প্রভাবে ইন্টার্নি চিকিৎসকরা নিজের চয়েজ মত জায়গাতে ডিউটি পালন করত। যারা দুর্বল ছিল যাদের তদবির ছিল না তারাই কেবল স্বেচ্ছাচারিতার শিকার হত। ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীরের এই উদ্যোগ আগামী প্রজন্মের জন্য উদাহরণ সৃষ্টি হয়ে থাকবে।

সূত্র জানায়, বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইতিহাসে যখন যে সরকার ক্ষমতায় আসতো সে সময় কালেই দলীয় প্রভাবের কারণে ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপিংয়ের কারণে ক্ষমতাবানরা নিজেদের ইচ্ছেমতো পছন্দের জায়গাতে পদায়ন নিত। আর যারা অন্য মতাদর্শ কিংবা সাধারণ শিক্ষার্থী ছিল তাদেরকে জটিলতম স্থানে পদায়ন নিতে বাধ্য করা হতো।

এ বিষয়ে হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবদুল মুনয়েম সাদ জানান, নব যোগদানকৃত ইন্টার্নি চিকিৎসকদের গ্রুপ ফরমেশন এবং ডিউটি ডিস্ট্রিবিউশন অনুষ্ঠিত হয়েছে লটারির মাধ্যমে। ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা থাকবে সর্বত্র যাতে করে আগামীতে কেউ এই ধরনের বৈষম্যের স্বীকার না হয়।

এ বিষয়ে শেবাচিম পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মশিউল মুনীর জানিয়েছেন, যারা আজ থেকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবায় নিয়োজিত হয়েছেন তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। 
তিনি বলেন, তরুণ মেধাবী এই চিকিৎসকদের শিক্ষার প্রধানতম স্থান হচ্ছে হাসপাতালে রোগীদের সেবার মাধ্যমে সুস্থ করে তোলা। 

তিনি আরও বলেন, আজ তাদের শুভ সূচনা হয়েছে, আমি আশা করি সিনিয়র ডক্টরদের সাথে মিলে এই সকল ইন্টার্নি চিকিৎসকরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আলোকিত করবে।

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ১০০০ বেডের হলেও হাসপাতালে প্রতিদিন রোগী ভর্তি থাকে তিনগুণ তাদের সেবায় পর্যাপ্ত চিকিৎসক এবং জনবল না থাকলেও সদ্য যোগদান করা প্রায় দেড় শতাধিক ইন্টার্ন চিকিৎসক ভর্তিকৃত রোগীদের সেবা দানে সহায়ক হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
শিশু অধিকার ও টেকসই উন্নয়নে ইউনিসেফ ও আইসিসিবির যৌথ সংলাপ অনুষ্ঠিত
১০