সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যু 

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:৫০

সাতক্ষীরা, ১২ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার কালিগঞ্জ উপজেলায় ইঁদুর মারা ফাঁদে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার দিবাগত রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ আশরাফ হোসেনের মরদেহ উদ্ধারের পর রোববার সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মৃত আশরাফ হোসেন জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত আব্দুল বারী তরফদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের জাহাঙ্গীরের একটি মাছের ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘের দেখাশোনার কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলীও নিজের ধানক্ষেতে ইঁদুরের উৎপাত নিয়ে বিপাকে ছিলেন। এ অবস্থায় আশরাফ ও জব্বার যৌথভাবে জিআই তারের মাধ্যমে বিদ্যুতের সংযোগ দিয়ে ধান রক্ষার জন্য ইঁদুর মারা ফাঁদ তৈরি করেন। শনিবার সন্ধ্যার পর জব্বার ফাঁদে বিদ্যু সংযোগ দিলেও আশরাফ বিষয়টি জানতেন না। শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ইঁদুর মারার ফাঁদে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। রাত গভীর হলেও আশরাফ বাড়ি না ফেরায় তার পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এক পর্যায়ে তারা ঘেরের বেঁড়িতে আশরাফ হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ওই রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফ হোসেনের মরদেহ উদ্ধার করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশরাফ হোসেনের মরদেহ উদ্ধার করেছে। আজ রোববার সকালে আশরাফ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০