জয়পুরহাট, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ প্রতিপাদ্যে জয়পুরহাটেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। বর্ণিল ফেস্টুন ও রঙ বেরঙের বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর সভাপতিত্বে দিবসের তাৎপর্য ও অনাকাঙ্ক্ষিত দুর্যোগ মোকাবেলায় করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, জেলা ব্র্যাক কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ।
আলোচনাসভা শেষে কালেক্টরেট মাঠে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপণে প্রতিরোধমূলক মহড়া প্রদর্শিত হয়।