পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৪০
ছবি : বাসস

পঞ্চগড়, ১৩ অক্টোবর, ২০২৫(বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি শুরু করেছে বিএনপি।

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। 

আজ সোমবার পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বিএনপি নেতা ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় জরগণের সাথে দেখা করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। সেই সঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারণা দিচ্ছেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়ন করতে ১৯ টি টিম গঠন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। 

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির ৩১ দফা এবং দল রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মসূচি গণ-মানুষের কাছে তুলে ধরছি। আমরা অনেক সাড়া পাচ্ছি। মানুষের সমস্যাগুলো শুনছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
১০