পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি নিয়ে নওশাদ জমির

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৪০
ছবি : বাসস

পঞ্চগড়, ১৩ অক্টোবর, ২০২৫(বাসস) : আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে ‘ঘরে ঘরে, জনে জনে’ কর্মসূচি শুরু করেছে বিএনপি।

বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন। 

আজ সোমবার পঞ্চগড় পৌরসভার জ্বালাসী মোড় থেকে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে বিএনপি নেতা ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় জরগণের সাথে দেখা করছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। সেই সঙ্গে বিএনপির ৩১ দফা কর্মসূচি এবং রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনে বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কে ধারণা দিচ্ছেন।

এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ মজিদ, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিক, জেলা মহিলা দলের সভাপতি লায়লা আরজুমান মুক্তিসহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

জানা গেছে, এই কর্মসূচি বাস্তবায়ন করতে ১৯ টি টিম গঠন করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। 

ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ‘ঘরে ঘরে জনে জনে’ কর্মসূচির মাধ্যমে আমরা বিএনপির ৩১ দফা এবং দল রাষ্ট্র ক্ষমতায় গেলে ১৮০ দিনের কর্মসূচি গণ-মানুষের কাছে তুলে ধরছি। আমরা অনেক সাড়া পাচ্ছি। মানুষের সমস্যাগুলো শুনছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডোর টু ডোর কার্যক্রমের মাধ্যমে জনগণ পরিষ্কার পরিচ্ছন্ন সেবা পাবে : চসিক মেয়র
সীমান্তে আহত বিজিবি সদস্যকে ঢাকা সিএমএইচে স্থানান্তর
দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড গড়লেন স্বর্ণা
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি-র‌্যাব ও ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করবে
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
১০