
চট্টগ্রাম, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নগরে ২৩০০ পিচ ইয়াবাসহ মোহাম্মদ ইউনুস (৩১) নামে একজনকে গ্রেফতার করেছে সিএমপি ডিবি (পশ্চিম)।
রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোহাম্মদ ইউনুস কক্সবাজার জেলার উখিয়া থানার হলদিয়াপালং ইউনিয়নের হাসান আলীর ছেলে।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৩০০ পিচ ইয়াবাসহ মোহাম্মদ ইউনুসকে গ্রেফতার করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি নোয়াহ মডেলের গাড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।