সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনের কারাদণ্ড

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ২০:২১

সুনামগঞ্জ, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস) জেলার তাহিরপুর উপজেলায় আজ অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারব্যক্তিকে জনপ্রতি দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড জব্দ করা হয়েছে। 

আজ সোমবার তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর লাউড়ের গড় এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানকালে এ জরিমানা করা হয়। 

ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়। 

দন্ডিত ব্যক্তিরা হলেন- জেলার তাহিরপুর উপজেলার সোহালা গ্রামের মৃত আব্দুল মাজেদের পুত্র মো. আবির রহমান মোরশেদ (৩১), তাহিরপুর উপজেলার কামরাবন্দ গ্রামের মৃত মো. ফুল মিয়ার পুত্র মো. ফজল মিয়া (২৮), তাহিরপুর উপজেলার লম্বাবাদ গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র ইমাম হোসেন (২০), তাহিরপুর উপজেলার কালিপুর গ্রামের মো আমজাদ আলীর পুত্র মো ইব্রাহিম খলিলুল্লাহ (২৩)। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সোমবার জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে  বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৪ ধারায় চারটি মামলা করে চারজন আসামিকে দুইমাস করে জেল প্রদান করা হয়। এছাড়া একটি বালুভর্তি স্টিলবডি বাল্কহেড (আম্বর আলী নৌ পরিবহন) জব্দ করে তাহিরপুর থানার জিম্মায় প্রদান করা হয়।

তাহিরপুর উপজেলার বাদাঘাট ফাঁড়ির পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে দুই ট্রাভেল এজেন্সিতে অভিযান
রাশিয়ায় আন্তর্জাতিক জলবায়ু অলিম্পিয়াডে বাংলাদেশের সাফল্য
প্রধান উপদেষ্টার সাথে রোমের মেয়রের সাক্ষাৎ
সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের অভিযান
বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন ৬ পুলিশ সদস্য
গাজা শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশর গেলেন ট্রাম্প
জাতিসংঘ পানি কনভেনশনে ন্যায্য পানি বণ্টন ও আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদারে বাংলাদেশের আহ্বান
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
১০