আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে: মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৮
আজ ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে।

আজ ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তিনজন এমপিসহ সতের’শ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। সামগ্রিকভাবে বিএনপি’র নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেছেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। বক্তৃতার সময়সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, রুহিয়া থানা বিএনপি’র সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০