আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে: মির্জা ফখরুল

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৪৮
আজ ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ছবি : বাসস

ঠাকুরগাঁও, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনে একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে। আগামী নির্বাচনের ওপর দেশের অর্থনীতি এবং রাজনীতি নির্ভর করছে।

আজ ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ঠাকুরগাঁও সদর উপজেলা ও রুহিয়া থানা বিএনপি’র বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি। প্রায় ৬০ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, তিনজন এমপিসহ সতের’শ নেতা-কর্মীকে গুম করা হয়েছে। সামগ্রিকভাবে বিএনপি’র নেতাকর্মীরা সবচেয়ে নির্যাতিত হয়েছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি বলেছেন, আমাদের রাজনৈতিক কর্মী যারা আছেন এখন অন্তত রাতে ঘুমোতে পারছেন। আমার ঠাকুরগাঁওয়ের অনেক নেতাকর্মী দীর্ঘ ১৫ বছরে কারাগারে থেকেছেন এবং মিথ্যা মামলায় সাজা প্রাপ্ত হয়েছেন। বক্তৃতার সময়সহায়তা করার জন্য আইনজীবীদের ধন্যবাদ জানান তিনি।

ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শরীফ, সদর বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, রুহিয়া থানা বিএনপি’র সভাপতি আব্দুল জব্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
১০