কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কোর্সে ভর্তির সময় বাড়লো ৩০ অক্টোবর পর্যন্ত

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৪

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর।

সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ক্লাস চলমান রাখতে হবে এবং ভর্তির কাজ দ্রুত শেষ করতে হবে। এই ডিপ্লোমা কোর্সগুলো এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

যোগ্যতা হিসেবে এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। আবেদন অনলাইনে করতে হবে btebadmission.gov.bd ওয়েবসাইটে। ফি প্রদানের পর আবেদন নিশ্চিত হবে। 

চিঠিতে আরো বলা হয়েছে, সব পর্ব ও বর্ষের ক্লাস অব্যাহত রেখে ভর্তি কাজ শেষ করতে হবে।

উল্লেখ্য, কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয়। এই কোর্সগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, অ্যাগ্রিকালচারসহ অন্যান্য বিষয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি প্রার্থীর শুভেচ্ছা বিনিময় 
বগুড়ায় তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ
পটিয়ায় রাস মহোৎসবে বিএনপি মনোনীত প্রার্থী এনাম
ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হতে রিজভীর অনুরোধ
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
১০