কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দুই কোর্সে ভর্তির সময় বাড়লো ৩০ অক্টোবর পর্যন্ত

বাসস
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৮:৫৪

ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। আবেদনের শেষ সময় ৩০ অক্টোবর।

সম্প্রতি কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব ক্লাস চলমান রাখতে হবে এবং ভর্তির কাজ দ্রুত শেষ করতে হবে। এই ডিপ্লোমা কোর্সগুলো এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।

যোগ্যতা হিসেবে এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫ থাকতে হবে। আবেদন অনলাইনে করতে হবে btebadmission.gov.bd ওয়েবসাইটে। ফি প্রদানের পর আবেদন নিশ্চিত হবে। 

চিঠিতে আরো বলা হয়েছে, সব পর্ব ও বর্ষের ক্লাস অব্যাহত রেখে ভর্তি কাজ শেষ করতে হবে।

উল্লেখ্য, কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয়। এই কোর্সগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, অ্যাগ্রিকালচারসহ অন্যান্য বিষয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০