শব্দ দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করবে মাগুরা জেলা প্রশাসন

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১০:৪০
ছবি : বাসস

মাগুরা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও  পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মোটরযানকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ করেছে।  জেলার সদর উপজেলার যশোর রোডের মডেল মসজিদ এলাকায় গতকাল দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ৩টি মোটরযানকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয় এবং যানবাহনগুলো থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আমিনুল ইসলাম এবং মো. সিরাজুল ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  শোয়াইব মোহাম্মদ শোয়েব প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানে আনসার ব্যাটালিয়ন, জেলা প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করেন।

জেলা কার্যালয় সূত্র জানায়,পরিবেশ সুরক্ষা ও শব্দ দূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পরিবেশ অধিদপ্তর ও মাগুরা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০