মাগুরা, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস): শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা শহরে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে মাগুরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি মোটরযানকে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ করেছে। জেলার সদর উপজেলার যশোর রোডের মডেল মসজিদ এলাকায় গতকাল দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে ৩টি মোটরযানকে মোট ৮,০০০ টাকা জরিমানা করা হয় এবং যানবাহনগুলো থেকে ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আমিনুল ইসলাম এবং মো. সিরাজুল ইসলাম। এসময় পরিবেশ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযানে আনসার ব্যাটালিয়ন, জেলা প্রশাসনের কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা সহযোগিতা করেন।
জেলা কার্যালয় সূত্র জানায়,পরিবেশ সুরক্ষা ও শব্দ দূষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। পরিবেশ অধিদপ্তর ও মাগুরা জেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে।