রাঙামাটিতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৩:০২
বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙামাটি, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার উপকারিতা নিয়ে  সচেতনতামুলক আলোচনা করা হয়।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী সুব্রত বড়ুয়ার সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. প্রতীক সেন, রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ার আল হক, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কলিম উল্লাহ এবং রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন।

আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০