মেহেরপুর, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এএলআরডি’র সহযোগিতায় ‘খাস জমিতে নারীর অধিকার নিশ্চিত করি: টেকসই কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়ন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপির চেয়ারম্যান উম্মে হানি চায়না। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস, এবং সঞ্চালনা করেন প্রজেক্ট ডিরেক্টর জন প্রভঞ্জন বিশ্বাস।
আলোচনায় আরও বক্তব্য রাখেন, বাসসের প্রতিনিধি দিলরুবা খাতুন, সুচনা যুব কল্যাণ সংস্থার পরিচালক নাসরিন আক্তার, বাংলার মুখ যুব সংগঠনের পরিচালক কুসুম আক্তার, নারী প্রতিনিধি মৌসুমী বেগম প্রমুখ।
বক্তারা বলেন, খাসজমিতে ভূমিহীন নারীদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। কন্যা সন্তান রেখে স্বামী মারা গেলে অনেক বিধবা নারী আশ্রয়হীন হয়ে পড়ে, শ্বশুরবাড়ি ও বাবার বাড়িতে নির্যাতন-নিগ্রহের শিকার হয় তারা।
সরকার যদি এই অসহায় নারীদের খাসজমিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়, তবে তারা নিরাপদ আশ্রয় ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে।
বক্তারা আরও বলেন, নারীর ভূমি অধিকার নিশ্চিত হলে টেকসই কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে, আর উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণও বাড়বে।