মেহেরপুরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন

বাসস
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৩৩
ছবি : বাসস

মেহেরপুর, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায়  আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বুধবার সকালে স্থানীয় সিডিপি (সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পিস) কার্যালয়ের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এএলআরডি’র সহযোগিতায় ‘খাস জমিতে নারীর অধিকার নিশ্চিত করি: টেকসই কৃষি ও ন্যায়ভিত্তিক উন্নয়ন গড়ি’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিডিপির চেয়ারম্যান উম্মে হানি চায়না। প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া জাহান।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস, এবং সঞ্চালনা করেন প্রজেক্ট ডিরেক্টর জন প্রভঞ্জন বিশ্বাস।

আলোচনায় আরও বক্তব্য রাখেন, বাসসের প্রতিনিধি দিলরুবা খাতুন, সুচনা যুব কল্যাণ সংস্থার পরিচালক নাসরিন আক্তার, বাংলার মুখ যুব সংগঠনের পরিচালক কুসুম আক্তার, নারী প্রতিনিধি মৌসুমী বেগম প্রমুখ।

বক্তারা বলেন, খাসজমিতে ভূমিহীন নারীদের অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। কন্যা সন্তান রেখে স্বামী মারা গেলে অনেক বিধবা নারী আশ্রয়হীন হয়ে পড়ে, শ্বশুরবাড়ি ও বাবার বাড়িতে নির্যাতন-নিগ্রহের শিকার হয় তারা। 
সরকার যদি এই অসহায় নারীদের খাসজমিতে স্থায়ীভাবে বসবাসের সুযোগ দেয়, তবে তারা নিরাপদ আশ্রয় ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে।

বক্তারা আরও বলেন, নারীর ভূমি অধিকার নিশ্চিত হলে টেকসই কৃষি ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে, আর উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণও বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০