পটুয়াখালীতে জলাতঙ্ক প্রতিরোধে বেওয়ারিস কুকুরকে টিকা দেওয়া শুরু

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১১:৪৪
জলাতঙ্ক রোগ প্রতিরোধে জেলার বেওয়ারিস কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। ছবি : বাসস

পটুয়াখালী, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জলাতঙ্ক রোগ প্রতিরোধে জেলার বেওয়ারিস কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। পটুয়াখালী পৌরসভা ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের ঝাউবন এলাকার ফোর লাইন সড়ক এলাকা থেকে গতকাল বুধবার এ কর্মসূচি শুরু করা হয়। 

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক জুয়েল রানা এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার সচিব মাসুম বিল্লাহ, পৌর মেডিক্যাল অফিসার ডা. এস. এম. একরামুল নাহিদ, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সভাপতি নওশিন আফরোজ হিয়া, রেস্কিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুসা, বন্যপ্রাণী উদ্ধার কর্মী আবদুল কাইয়ুম, গলাচিপা টিম লিডার সোহেল হোসেন রাসেল, কলাপাড়া সহকারী টিম লিডার ইউসুফ রনি এবং দুমকী টিম লিডার সাইফ আহমেদ তন্ময়। 

এ কর্মসূচির আওতায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর এলাকার নিউমার্কেট, পুরান বাজার, বাসস্ট্যান্ড, সদর রোড, ঝাউবন, লঞ্চঘাট, সবুজবাগ মোড়, তিতাস মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় কুকুরদের টিকা দেওয়া হচ্ছে।

মাসব্যাপী এই অভিযানে এক হাজারেরও বেশি কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পৌরসভা ও প্রাণিসম্পদ অধিদপ্তর। 

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা জানান, টিকা দেওয়ার পর প্রতিটি কুকুরের শরীরে লাল রঙের চিহ্ন দেওয়া হচ্ছে, যাতে একই কুকুরকে পুনরায় টিকা না দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে বেওয়ারিস ও পালিত উভয় প্রজাতির কুকুরকে জলাতঙ্কের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি মানুষের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব হবে। 

পটুয়াখালী পৌর প্রশাসক মো. জুয়েল রানা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এই টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তিনি জানান, ‘অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী’-এর সহযোগিতায় পৌর এলাকার সব বেওয়ারিস কুকুরকে ধীরে ধীরে টিকার আওতায় আনা হবে। এতে শহরজুড়ে নিরাপদ ও মানবিক পরিবেশ বজায় থাকবে। 

প্রাণী প্রেমীদের মতে, এটি পটুয়াখালী শহরের প্রাণী কল্যাণের ইতিহাসে একটি ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। সরকারের সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্নীতির অভিযোগে তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান
চট্টগ্রামে বিএনপি প্রার্থীকে গুলির ঘটনায় মির্জা ফখরুলের ক্ষোভ ও নিন্দা
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
খাদ্যে মাইক্রো নিউট্রিয়েন্ট বৃদ্ধির প্রযুক্তি উদ্ভাবন রাবির
চব্বিশের যুবশক্তিকে নিয়েই ইনসাফের বাংলাদেশ গড়তে চাই: ডা. শফিকুর রহমান
দুর্গাপুরের সাবেক চেয়ারম্যানসহ ৮ জন গ্রেফতার
এনএসইউ বাংলাদেশের সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত
স্বল্পমূল্যের ই-কমার্স রপ্তানি আয় দেশে আনার নিয়ম শিথিল করলো বাংলাদেশ ব্যাংক
চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ, ১ জন নিহত 
চট্টগ্রাম-৫ আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের প্রচারণা শুরু
১০