রাজশাহী বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:১২
ছবি: বাসস

রাজশাহী, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস): এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৩৭ জন পরীক্ষার্থী। গেল বছর এইচএসসিতে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। তার আগের বছর (২০২৩) পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

এবার রাজশাহী শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৪ হাজার ১৩৪ জন। এর মধ্যে ৬৭ হাজার ৫৭০ জন ছাত্র ও ছাত্রী ৬৩ হাজার ৩১৭ জন।

এ বছর ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। জিপিএ-৫-এর দিক থেকে ছাত্রীরাও এগিয়ে রয়েছে। ছাত্রদের পাসের হার ৫০ দশমিক ৬৯ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৬৮ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫৫ জন ও ছাত্রীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৮২ জন।

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ২৬ জুন। লিখিত পরীক্ষা গত ১৯ আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। 

প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম বলেন, এ বছর পাসের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ। ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার বেশি। একইসঙ্গে জিপিএ-৫ এর দিক থেকে ছাত্রীরা এগিয়ে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করায় ২১ জেলের কারাদণ্ড
নগরায়ন ও বন উজাড়ে প্রজাপতি কমছে জাহাঙ্গীরনগরে
মায়ামিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও এনআইডি কার্যক্রমের উদ্বোধন
ভোলায় মাদক ব্যবসায়ী আটক
খুলনা-কুষ্টিয়া মহাসড়ক দ্রুত মেরামতের আশ্বাস জেলা প্রশাসকের
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ
খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ১২ শিক্ষার্থী বহিষ্কার
লক্ষ্মীপুরে ‘মা’ ইলিশ ধরায় ২ জনকে ১ মাসের কারাদণ্ড
রাজশাহীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিক নিহত
কাল শুরু হচ্ছে ডিআরইউ ইনডোর গেমস
১০