ভোলায় 'মা' ইলিশ ধরায় ৬১ জেলে আটক, মামলা ৯৬টি

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১২:১৫
গতকাল বুধবার পর্যন্ত জেলার ৭ উপজেলায় ৮৮ টি মোবাইল কোর্টের মাধ্যমে ২৬৯ টি অভিযান পরিচালনা করা হয়েছে। ছবি : বাসস

ভোলা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় নিষেধাজ্ঞা অমান্যকরে 'মা' ইলিশ ধরায় ৬১ জেলে আটকসহ ৯৬ টি মামলা দায়ের করা হয়েছে। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ভোলা উপকূলের সাগর ও নদ-নদীগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি ও অভিযান অব্যহত রেখেছে।

ভোলার জেলা মৎস্য কর্মকর্তা মো.ইকবাল হোসেন বাসস'কে জানান, গত ৪ অক্টোবর থেকে মৎস্য বিভাগ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান কার্যক্রম অব্যাহত রেখেছেন। 

জেলা মৎস্যদপ্তর দেয়া তথ্যানুযায়ী গতকাল বুধবার পর্যন্ত জেলার ৭ উপজেলায় ৮৮ টি মোবাইল কোর্টের মাধ্যমে ২৬৯ টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় বিশেষ টাস্কফোর্স জেলার ৭ উপজেলার ১২৩ টি মৎস্য অবতরন কেন্দ্র ৫৪০ টি মাছঘাট, ৯৪৬ টি আড়ৎ এবং ৪৭১ টি বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১ টন ১২ কেজি 'মা' ইলিশ জব্দ এবং ১৮ লাখ ১৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। আর অভিযানে এ পর্যন্ত ৬১ জন জেলেকে আটক এবং ইলিশ ধরার অপরাধে করা ৯৬ টি মামলায় আটককৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

ওদিকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের অপর এক চিঠিতে উপকূলীয় এলাকায় নিবন্ধিত জেলেদের মাঝে সরকারের বরাদ্দকৃত বিশেষ প্রনোদনার (ভিজিএফ) চাল খুব দ্রুততম সময়ের মধ্যে বন্টন করতে সংশ্লিষ্ট জেলাগুলোর ডিসিদেরকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান, ভোলার জেলা মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক অধিকাংশ জেলেদেরকে চাল পৌঁছে দেয়া হয়েছে। 

অপরদিকে চলতি 'মা' সংরক্ষণ অভিযানে নিষেধাজ্ঞা সফল করতে উপকূলের সাগর মোহনা ও নদ-নদীগুলোতে-নৌপুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ টহল অব্যহত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলো। সব মিলিয়ে 'মা' ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা জারির রেড অ্যালার্ট পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে বলে দাবি করছেন এখানকার মৎস্য সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩
মাদাগাস্কারে গণতন্ত্র সংরক্ষণের আহ্বান ফ্রান্সের
চট্টগ্রামে মাদক মামলায় দুই জনের যাবজ্জীবন
হাত ধোয়া দিবস উপলক্ষে জয়পুরহাটে র‌্যালি
ইন্দোনেশিয়ায় তেল ট্যাঙ্কারে আগুনে ১০ জন নিহত
বাংলাদেশ-উগান্ডা পররাষ্ট্র দপ্তরের পরামর্শ চুক্তি স্বাক্ষরিত
দীর্ঘদিন পর এইচএসসি পরীক্ষায় শীর্ষস্থান হারালো বগুড়া
ঝিনাইদহে জুলাই শহীদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
সাভার ও গৌরীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান
এইচএসসি পরীক্ষার ফল খারাপ নয়, এটি বাস্তবতার প্রতিফলন : ঢাকা বোর্ড চেয়ারম্যান 
১০