দিনাজপুর, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় ক্যামিকেল বোঝাই একটি লরির চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩৯) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়নের বাশেরহাট এলাকায় মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম দিনাজপুর সদর উপজেলার কর্ণাই কাটাপাড়া গ্রামের মো. হাবিল হোসেনের ছেলে।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মো. নুরুজ্জামান জানান, বৃহসপতিবার দুপুরে বাড়ি থেকে চালের বস্তা নিয়ে বাইসাইকেল যোগে দিনাজপুর শহরের যাচ্ছিলেন জাহাঙ্গীর আলম। এসময় বাঁশেরহাট মহিলা হস্তশিল্প ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্র এলাকায় বিপরীতমুখী ক্যামিকেল বোঝাই একটি লড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক লড়ির চালক ও স্টাফ পালিয়ে গেছে। লড়িটি পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।