চট্টগ্রাম, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় অবস্থিত অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইলস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে নয় তলা ভবনে আগুনের সূত্রপাত হয়, যেখানে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন বাসসকে জানান, খবর পেয়ে অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
১৫ টিরও বেশি ফায়ার সার্ভিস ইউনিট বর্তমানে ঘটনাস্থলে রয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি বলেন অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনও তদন্তাধীন রয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, নৌবাহিনীর ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।