ওয়াশিংটনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:২৩
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করেন। ছবি : প্রেস উইং

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫(বাসস): প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং অফিসে অনুষ্ঠিতে এ বৈঠকে উষ্ণ অভ্যর্থনা ও ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

আজ এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সার্জিও গোর ও লুৎফে সিদ্দিকী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার, শ্রমবাজার উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

তারা আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক, নির্বাচন প্রক্রিয়া, অপতথ্যের ঝুঁকি এবং উন্মুক্ত ও সরাসরি যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত গোরের প্রশংসাসূচক মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি নিকট ভবিষ্যতে রাষ্ট্রদূত গোরকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান।

এই বৈঠকটি গত সেপ্টেম্বরের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও  রাষ্ট্রদূত গোরের মধ্যে অনুষ্ঠিত সংলাপের ধারাবাহিকতা বজায় রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাতীয় সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়ন ও জাতীয় নির্বাচন অনুষ্ঠানে আহ্বান বিএনপির
ঐকমত্য কমিশনের ব্যয় বিষয়ে সবৈর্ব্য মিথ্যাচারের প্রতিবাদ
রেলওয়ের ওয়াশিংপ্লান্টে দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ১০ম দিনের শুনানি মঙ্গলবার
৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে ইসি
আমরা সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: সিলেটে ডা. শফিকুর রহমান
আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি করল বাংলাদেশ ব্যাংক
ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচেতনতামূলক বার্তা
প্রধান উপদেষ্টার কাছ থেকেই আমরা জুলাই সনদ নিতে চাই : হাসনাত আব্দুল্লাহ
অন্তর্ভুক্তিমূলক সামাজিক উন্নয়নে পর্যাপ্ত তহবিল ও আন্তর্জাতিক অংশীদারিত্বের আহ্বান বাংলাদেশের
১০