ওয়াশিংটনে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে লুৎফে সিদ্দিকীর বৈঠক

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:২৩
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে সাক্ষাৎ করেন। ছবি : প্রেস উইং

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫(বাসস): প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং অফিসে অনুষ্ঠিতে এ বৈঠকে উষ্ণ অভ্যর্থনা ও ফলপ্রসূ আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

আজ এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে সার্জিও গোর ও লুৎফে সিদ্দিকী বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কার, শ্রমবাজার উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন।

তারা আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক, নির্বাচন প্রক্রিয়া, অপতথ্যের ঝুঁকি এবং উন্মুক্ত ও সরাসরি যোগাযোগ বজায় রাখার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে রাষ্ট্রদূত গোরের প্রশংসাসূচক মন্তব্যের জন্য তাকে ধন্যবাদ জানান এবং দ্বিপাক্ষিক ও আঞ্চলিক অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

তিনি নিকট ভবিষ্যতে রাষ্ট্রদূত গোরকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান।

এই বৈঠকটি গত সেপ্টেম্বরের শেষের দিকে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও  রাষ্ট্রদূত গোরের মধ্যে অনুষ্ঠিত সংলাপের ধারাবাহিকতা বজায় রেখেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে : ডা. শফিকুর রহমান
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন
মা ইলিশ সংরক্ষায় ৩৮ জেলার ১৭৮ উপজেলায় অভিযান: আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
বাংলাদেশ থেকে কর্মী নেবে ইরাক ঢাকায় জয়েন্ট কমিটির বৈঠক
নির্বাচনের প্রস্তুতি: ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
৩১ অক্টোবরের মধ্যেই সরকারের কাছে সুনির্দিষ্ট, সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ দেয়া হবে: আলী রীয়াজ
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার
সুর ও ছন্দে ঢাবিতে শরৎ উৎসব উদযাপন
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
১০