দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৫৭.৪৯ শতাংশ

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৮:২৬
ছবি : সংগৃহীত

দিনাজপুর, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ।

আজ বৃহস্পতিবার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মীর সাজ্জাদ আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের তুলনায় এই শিক্ষা বোর্ডের পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তের হার অনেকটা কমে গেছে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, চলতি বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এই বোর্ডের পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। যা গত বছর ছিল ৭৭ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২০ দশমিক ০৭ শতাংশ। চলতি বছর মোট ১ লাখ ৮ হাজার ৬৫৯ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও, পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৫ হাজার ৮৯১ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৭৬৮ জন পরীক্ষার্থী। পাস করেছে মাত্র ৬০ হাজার ৮৮২ জন পরীক্ষার্থী।

সূত্রটি জানায়, গত বছর ১ লাখ ১৩ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছিল ৮৬ হাজার ৯৫৪ জন। চলতি বছর জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৪ জন, যা গত বছর ছিল ৬ হাজার ১৮৫ জন। এক বিষয়ে অকৃতকার্য হয়েছে ২৭ হাজার ৮৪১ জন শিক্ষার্থী। অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কার হয়েছে ২৭ জন শিক্ষার্থী।

এবার বিজ্ঞান বিভাগে ২৫ হাজার ৬৫১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯ হাজার ৫২৬ জন। এর মধ্যে ৯ হাজার ৮৬৪ জন ছাত্র ও ৯ হাজার ৬৬২ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৬ দশমিক ১২ শতাংশ। 

মানবিক বিভাগে ৭২ হাজার ৮৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ২৪১ জন। এর মধ্যে ১৪ হাজার ৮৫০ জন ছাত্র ও ২৩ হাজার ৩৯১ জন ছাত্রী। এই বিভাগে পাসের হার ৫২ দশমিক ৫১ শতাংশ। 

বাণিজ্য বিভাগে ৭ হাজার ৪০৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩ হাজার ১১৫ জন। এর মধ্যে ১ হাজার ৮৮১ জন ছাত্র ও ১ হাজার ২৩৪ জন ছাত্রী। এই বিভাগে পাসের হার ৪২ দশমিক ০৫ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএসবি গ্লোবালের স্বত্বাধিকারী খায়রুল বাশারের ৪ কোটি টাকার ফ্ল্যাট জব্দ 
রাশিয়ার ‘হাইব্রিড’ হুমকি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে জার্মানি : মের্ৎস
আফগানিস্তান-পাকিস্তান অস্ত্রবিরতিকে স্বাগত জানালো ইরান, সংলাপের আহ্বান
ফরমুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি ব্লিটজের গৌরবোজ্জ্বল সাফল্য
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সারাবিশ্বের জন্য স্মরণীয় : ইরানি রাষ্ট্রদূত
মা ইলিশ রক্ষায় সারাদেশে নৌ-বাহিনীর অভিযান
দুই শতাব্দীর ইতিহাস বহন করছে পাবনা
নানা কর্মসূচিতে সিভাসু’তে বিশ্ব খাদ্য দিবস পালিত
তিন ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা
এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
১০