নোয়াখালী, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘বিপর্যয়কর ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ’ প্রতিপাদ্যে নোয়াখালীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা শহরে সিভিল সার্জন অফিসের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও সমান গুরুত্বপূর্ণ। মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা মোকাবেলায় পরিবার ও সমাজকে এগিয়ে আসতে হবে।
২০১৮-১৯ সালের জরিপ অনুযায়ী, দেশের ১৮ দশমিক ৭ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ কোনো না কোনোভাবে মানসিক রোগে ভুগছে। শিশু-কিশোরদের মধ্যে এ হার ১২ দশমিক ৬ শতাংশ। কিন্তু চিকিৎসা নিচ্ছেন খুবই কম সংখ্যক মানুষ। আক্রান্তদের মধ্যে প্রায় ৯২ শতাংশ প্রাপ্তবয়স্ক ও ৯৪ শতাংশ শিশু কখনই মানসিক স্বাস্থ্যসেবার আওতায় আসেনি। তারা না খায় ওষুধ, না কাউন্সেলিং করেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের তাৎপর্য এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়া সেমিনারের অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ডিপ্রেশন, অ্যাংজাইটি ও স্ট্রেস ফ্রি অ্যাসেসমেন্ট কার্যক্রমের আয়োজন করা হয়। একই সঙ্গে সেল্ফ-অ্যাওয়ারনেস ওয়ার্কশপ পরিচালনা করা হয়, যেখানে শিক্ষার্থীরা নিজের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হওয়ার নানা কৌশল শেখেন।
অনুষ্ঠানে নোয়াখালী সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ ইব্রাহীম, নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সাইকিয়াট্রি) ডা. কামরুন নাহার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন মাহমুদ চৌধুরীসহ সিভির সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।