সাতক্ষীরা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ ও জেলা প্রশাসনের অভিযানে ৮০০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শহরের বাঙালের মোড়স্থ জননী কুরিয়ার সার্ভিস থেকে এ পলিথিন গুলো জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম জননী কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন।
র্যাব জানায়, শহরের বাঙালের মোড় এলাকায় অবস্থিত জননী কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে ৮০০ কেজি পলিথিন জব্দ করা হয়। চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত মেসার্স রহমান অ্যান্ড ব্রাদার্স প্রতিষ্ঠান থেকে আসা এই পলিথিন চালানটি জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাতক্ষীরায় আসে বলে তারা জানায়।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম আদালত পরিচালনা করে জননী কুরিয়ার সার্ভিসকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান এবং জব্দকৃত ৮০০ কেজি পলিথিন পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরিবেশের ক্ষতিকারক পলিথিন ব্যবহার ও বিপণন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।