নরসিংদী, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় প্রায় আড়াইশো কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে নরসিংদী সরকারি কলেজ কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার দুপুরে কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ২০২৪ সালে এইচএসসি পাস করে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেন অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৫ বাস্তবায়ন কমিটির আহবায়ক প্রফেসর ড.ফখরুদ্দিন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া।
এ সময়, নরসিংদী চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মামুন এবং জেলার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক এবং অভিবাবকরা উপস্থিত ছিলেন।
নিজ প্রতিষ্ঠান থেকে সংবর্ধিত হতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। তারা বলেন, এ রকম আয়োজন ভালো ফলাফল করতে উদ্যমী করে তুলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের শিক্ষার্থীরা সবখানে সুনামের সঙ্গে কাজ করবে এমনটাই প্রত্যাশা করছি। চাকুরির পাশাপাশি উদ্যোক্তা হলে কর্মসংস্থান বাড়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি আসবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমেদ ভূঁইয়া বলেন, আজ এখানে চাঁদের হাট বসেছে। এই আয়োজন, বিদায়ী শিক্ষার্থীদের নতুন পথচলায় সাহস যোগাবে। এছাড়া, নতুন যারা শিক্ষার্থী রয়েছে ক্যাম্পাসের, তারা অনুপ্রাণিত হবে আজকের আয়োজন দেখে। তারাও ভালো করতে চেষ্টা করবে।