জয়পুরহাট, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলার কালাইয়ে অবৈধভাবে বিক্রি করার সময় খাদ্যবান্ধব কর্মসূচি (ভিডব্লিউবি) প্রকল্পের প্রায় ২০ হাজার কেজি চাল জব্দ করা হয়েছে। এ সময় তিন ডিলারকে জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাত্রাই ইউনিয়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
কালাই ইউএনও শামিমা আক্তার জাহান বাসসকে জানান, সরকারি ভিডব্লিউবি চাল অবৈধভাবে মজুত করে তা বিক্রির চেষ্টা চলছিল এমন অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযান চালিয়েছি। সেখান থেকে ৬৬৬ বস্তা চাল জব্দ করা হয়। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালতে ডিলার আশরাফ আলীকে ১৫ হাজার, সোহরাব হোসেনকে ১০ হাজার এবং আলী আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, জব্দ করা চাল উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুন্নবীর উপস্থিতিতে খাদ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। জব্দ করা চাল স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের প্রস্তুতি চলছে।