লক্ষ্মীপুর, ১৬ অক্টোবর, ২০২৫(বাসস): লক্ষ্মীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মো. আকতার হোসেন, লক্ষ্মীপুরে দায়িত্বরত সেনাবাহিনীর কর্মকর্তা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা, অতিরক্তি জেলা প্রশাসক (রাজস্ব) মোশারেফ হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মেজবাউল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) সুরাইয়া আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামশেদ আলম রানা, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া ও জজ কোর্টের পিপি আহামদ ফেরদাউস মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বর্তমানে জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো রয়েছে।
চুরি-ডাকাতি, মারা-মারিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যেন না হয়, সেদিকে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এছাড়া প্রত্যেকটি থানা এলাকায় দিন-রাত মিলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং বিরোধী অভিযান অব্যাহত রাখা হবে। কেউ আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করলে কঠোর হাতে দমন করা হবে।
এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
মাদক বিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে খাল-নদী ও সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে।