সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:০৯
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

সাতক্ষীরা সদর ও কলারোয়া থানাধীন হিজলদি, ভোমরা, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা বিওপি ও ঝাউডাঙ্গা বিওপি’র আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ বৃহস্পতিবার দিনভর এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন শিশুতলা থেকে এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল রাজপুর থেকে ভারতীয় শাড়ি জব্দ করে।

এছাড়া, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল কলারোয়া থানাধীন গোয়ালচত্ত্বর থেকে ভারতীয় মদ, তলুইগাছা বিওপির আভিযানিক দল তেতুলবাড়ি থেকে, কাকডাঙ্গা বিওপির আভিযানিক দল ভাদিয়ালী ও রাজ্জাকের মোড় থেকে, মাদরা বিওপির আভিযানিক দল ব্রিজের পার্শ্বে থেকে এবং বৈকারী বিওপির আভিযানিক দল সাতক্ষীরা থানাধীন ছয়ঘরিয়া থেকে ওষুধ জব্দ করেছে।

জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৪৫ হাজার টাকা। তবে, চোরাকারবারীরা এ সময় পালিয়ে গেছে।  

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন আগামীকাল
ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এর রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
১০