বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান শ্রম উপদেষ্টার

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ২০:১৩
কাতারের দোহায় দু’দিনব্যাপী অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর শ্রম মন্ত্রীদের সম্মেলনের প্রথম দিনে গতকাল  বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের শ্রমমন্ত্রী ফয়সাল আইয়ুব খোখারের এক দ্বিপাক্ষিক বৈঠক করেন। ছবি : পিআইডি

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। 

কাতারের দোহায় দু’দিনব্যাপী অনুষ্ঠিত ওআইসি দেশগুলোর শ্রম মন্ত্রীদের সম্মেলনের প্রথম দিনে গতকাল  বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সঙ্গে পাকিস্তানের শ্রমমন্ত্রী ফয়সাল আইয়ুব খোখারের এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা প্রবাসী শ্রমবাজারের বিদ্যমান সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ, বাণিজ্য সম্প্রসারণে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, দুই দেশের মধ্যকার পর্যটন সম্প্রসারণ, শ্রমিকদের প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়, জলপথ ও আকাশপথে যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ে পরস্পরকে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

পাকিস্তানের শ্রমমন্ত্রী দু’দেশের মধ্যে নিয়মিত শ্রমবিষয়ক সংলাপ ও প্রযুক্তিগত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি যৌথ প্রশিক্ষণ কর্মসূচি, মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমবাজার সম্পর্কিত তথ্য বিনিময় এবং শ্রম অভিবাসন ব্যবস্থা উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ছিল কাতারের দোহায় অনুষ্ঠিত ষষ্ঠ ওআইসি শ্রমমন্ত্রীদের দুই দিনব্যাপী শুরু হওয়া সম্মেলনের প্রথম দিন। ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক অর্জন: ইসলামী বিশ্বে সাফল্যের গল্প’ শীর্ষক শ্লোগান নিয়ে এ সম্মেলনে অংশ নিচ্ছেন ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর শ্রমমন্ত্রী, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সিভিল সোসাইটির সদস্যরা।

শ্রমমন্ত্রীদের মধ্যে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে এই সম্মেলনে ওআইসি সদস্য দেশগুলোর শ্রমবাজার উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে উৎসবমুখর নির্বাচনের দিকে যাত্রা শুরু করবো: ফারুকী
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
সারা দেশে একযোগে লালন উৎসব ও লালন মেলার উদ্বোধন আগামীকাল
ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ, বীর উত্তম এর রাষ্ট্রীয় ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত
অনিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোকে ৬ নভেম্বরের মধ্যে নিবন্ধনের নির্দেশ
বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স ও ইএমই কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত
আন্তঃবাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতাু২০২৫-এর সমাপনী অনুষ্ঠিত
চলতি মাসে দেশে রেমিট্যান্স প্রবাহ ৯.৬ শতাংশ বেড়েছে
অস্ট্রেলিয়ার কাছে বড় হার বাংলাদেশের
মিরপুরে রাসায়নিক গুদামে আগুনে নিহত ১৬ জনের ময়নাতদন্ত সম্পন্ন
১০