প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে সুনামগঞ্জে ২৯ অক্টোবর মেধা যাচাই পরীক্ষা

বাসস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১০:৪৫
ছবি: বাসস

সুনামগঞ্জ, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় হাওর বেষ্টিত সুনামগঞ্জ জেলা অনেক পিছিয়ে আছে। জেলায় প্রাথমিক পর্যায়ে ঝড়ে পড়া শিক্ষার্থীর হার ৫.৯৫ শতাংশ। তাই প্রাথমিক শিক্ষাকে গতিশীল করতে মেধা যাচাই পরীক্ষা-২০২৫ আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

তিনি বলেন, ইতোমধ্যে শান্তিগঞ্জ উপজেলায় পাইলট ভিত্তিতে এ মডেল বাস্তবায়িত হয়েছে এবং প্রাপ্ত ফলাফল প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নতুন সংযোজন হয়েছে। সমগ্র জেলায় এ ধারণা ছড়িয়ে দেয়ার লক্ষ্যে জেলা প্রশাসন এ পরীক্ষার আয়োজন করেছে। আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় জেলার ১ হাজার ৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

জেলার ১২ উপজেলার চতুর্থ শ্রেণিতে ৪১ হাজার ১৬৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৩৫ হাজার ৩২১ জনসহ মোট ৭৬ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এ পরীক্ষা সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে উপজেলা পর্যায়ে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ট্যাগ অফিসাররা সার্বিক মনিটরিংয়ের দায়িত্বে থাকবেন। 

জেলায় প্রথমবারের মতো একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে মেধা যাচাই পরীক্ষা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পেমেন্ট সিস্টেম অপারেটরদের জন্য নতুন প্রবিধানের খসড়া প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক
তাইজুলকে বাদ দিয়ে উইলিয়ামসনকে নিল ডারবান
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
বন্দুক নিয়ন্ত্রণে গ্রিসে কঠোর পদক্ষেপ
কুষ্টিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র আলোচনা সভা 
সিলেটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থান স্মরণে দেশব্যাপী জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত 
ব্যারিস্টার মওদুদের কবর জিয়ারতের মাধ্যমে ফখরুলের নির্বাচনী প্রচারণা শুরু 
সিলেটে আগামী মাসে অনুষ্ঠিত হবে হাসন রাজা ‘স্মরণোৎসব’ 
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী 
১০