দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে দুজন আওয়ামী লীগ নেতা আটক

বাসস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:২১
ছবি : বাসস

দিনাজপুর, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে দুজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মারফাত হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক দুজন আওয়ামী লীগ নেতা জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভেলার পাড় গ্রামে শুক্রবার সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় লোকজন তাদের আটক করে অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিরামপুর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মমতাজুল হক জানান, আটক দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন—বরগুনা সদর উপজেলার চরকলোনী গ্রামের মো. আজাহার আলীর পুত্র মাহামুদুল আজাদ রিপন (৪৮), যিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক; এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকারী গ্রামের রফিজ উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ইকবাল (৫৭), যিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

আটক দুজনকে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারকের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সীমান্তে ৬০ বিজিবির অভিযানে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
কুমিল্লায় বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
লালনের গানের মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
জাতীয়ভাবে লালন উৎসব পালন অব্যাহত থাকবে: মোস্তফা সরয়ার ফারুকী
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার
জুলাই সনদে এনসিপির পরেও অংশগ্রহণের সুযোগ আছে : ধর্ম উপদেষ্টা
এফএও’র মহাপরিচালকের সঙ্গে কৃষি উপদেষ্টার বৈঠক
নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন নাভগির
ফিফা র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি বাংলাদেশের
১০