দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে দুজন আওয়ামী লীগ নেতা আটক

বাসস
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৭:২১
ছবি : বাসস

দিনাজপুর, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : দিনাজপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর প্রস্তুতিকালে পুলিশ অভিযান চালিয়ে দুজন আওয়ামী লীগ নেতাকে আটক করেছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মারফাত হোসাইন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আটক দুজন আওয়ামী লীগ নেতা জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের সীমান্তবর্তী ভেলার পাড় গ্রামে শুক্রবার সকালে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। স্থানীয় লোকজন তাদের আটক করে অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারায় সন্দেহ সৃষ্টি হয়। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বিরামপুর থানাকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মো. মমতাজুল হক জানান, আটক দুজন পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালানোর উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন।

আটক ব্যক্তিরা হলেন—বরগুনা সদর উপজেলার চরকলোনী গ্রামের মো. আজাহার আলীর পুত্র মাহামুদুল আজাদ রিপন (৪৮), যিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক; এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলার কেশবকারী গ্রামের রফিজ উদ্দিনের পুত্র হাফিজুর রহমান ইকবাল (৫৭), যিনি উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান।

আটক দুজনকে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। বিচারকের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন কোর্ট পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
নরসিংদীতে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪ জন গ্রেফতার
৪৪ তম বিসিএসের ফল প্রকাশ
চীনের তৃতীয় বিমানবাহী রণতরী নৌবাহিনীর কাছে হস্তান্তর
মেক্সিকোতে নারী নির্যাতন রোধে প্রেসিডেন্ট শেইনবাউমের পদক্ষেপ
নওগাঁয় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক পরিবারের বিএনপিতে যোগদান 
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা
জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনের প্রতিবাদ
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
১০